বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) জানাল, বিশ্ব এই মুহূর্তে করোনা সংক্রমণের বিপজ্জনক পর্যায়ে রয়েছে৷
ফের সতর্কবার্তা দিল বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO), তাঁরা জানিয়েছেন এই সময় করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্বে করোনা মহামারী এই মুহূর্তে বিপজ্জনক পর্যায়ে রয়েছে৷ মার্কিন মুলুকে গত বৃহস্পতিবার একদিনে দেড় লক্ষ নতুন আক্রান্তের হদিশ পাওয়া গেছে ৷
স্তব্ধ অর্থনীতিকে সচল করতে বিভিন্ন দেশ লকডাউন শিথিল করছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, বিশ্ব থেকে করোনা মহামারীর বিপদ এখনও কাটেনি। এই পরিস্থিতিতে লকডাউন শিথিলের মতো পদক্ষেপ ভবিষ্যতে ভয়াবহ হয়ে উঠতে পারে। WHO-এর ডিরেক্টর জেনারেল তেদ্রস আধানম গ্রেব্রেসুসের কথায়, ‘ বিশ্ব নতুন করে বিপজ্জনক পর্যায়ে এসে উপস্থিত ৷ করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে ৷ এখনও ভাইরাসটির মারণ ক্ষমতা রয়েছে ৷ বহু মানুষ এখনও বিপদে ৷’ উল্লেক্ষ্য বিশ্বস্বাস্থ্য সংস্থার কাজের প্রতি ইতিমধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷
গত কয়েক মাস ধরে বিভিন্ন দেশের গবেষকদের নিরলস প্রচেষ্টা সত্বেও এখনও আবিস্কার করা সম্ভব হয়নি করোনার টিকা। গবেষণার কাজ পরীক্ষামূলক স্তরেই সীমাবদ্ধ। ফলে কবে এই ভ্যাকসিন বাজারে আসবে সেই দিকেই চেয়ে আছে বিশ্ববাসী। যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততদিন করোনা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া এক প্রকার অসম্ভব বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে বিশেষ জোর দিচ্ছেন তাঁরা।
এই মুহূর্তে বিশ্বে করোনা সংক্রমণ ৮৯ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷ ৪ লক্ষ ৬৬ হাজারেরও বেশি মৃত্যু হয়েছে ৷ বিশ্বজুড়ে লকডাউন যত শিথিল হচ্ছে ততই দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ ।
তথ্যসূত্রঃ নিউজ ১৮, এই সময়