আজ, শুক্রবার, প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WBCHSE) ফলাফল। বিকেল চারটে থেকে ওয়েবসাইট এবং এসএমএস মাধ্যমে তাঁদের প্রাপ্ত নম্বর জানতে পারবে পরীক্ষার্থীরা। পড়ুয়ারা তাঁদের মার্কশিটের একটি কপি সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এখনই হাতে মার্কশিট দেওয়া হচ্ছে না, উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্কুলগুলিতে যাবে ৩১ জুলাই। কয়েকটি বিষয়ে পরীক্ষা না-হওয়ায় এ বার উচ্চ মাধ্যমিকে মেধাতালিকা প্রকাশ করা যাবে না বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএসসি এবং সিবিএসই-র ক্ষেত্রেও ওই একই পদক্ষেপ করা হয়েছিল। পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
যে সকল ওয়েবসাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে
http://wbresults.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.westbengal.shiksha
www.westbengalonline.in
www.indiaresults.com
www.technoindiagroup.com
www.technoindiauniversity.ac.in
http://tigpublicschool.org এবং
www.fastresult.in
এসএমএসের মাধ্যমে ফল জানতে WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩-এ পাঠাত হবে। মোবাইল অ্যাপ ডাউনলোড করে www.results.shiksha এর মাধ্যমে ফল জানা যাবে। www.exametc.com– তে আগে থেকে মোবাইল এবং রোল নম্বর রেজিস্টার করে রাখলে, ফলপ্রকাশের পর এসএমএসে ফলাফল জানা যাবে।