প্রায় প্রতিদিনই ভারতের কোনও না-কোনও অঞ্চলে ভূমিকম্প হচ্ছে । এবার একই দিনে তিনবার, হরিয়ানা-মেঘালয়ের পর ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। শুক্রবার রাতে রাত ৮টা ১৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৫। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
শুক্রবার দেশের তিনটি অঞ্চলে থেকে ভূমিকম্প অনুভূত হয়। এ দিন দুপুর ৩টে ৩২ মিনিট নাগাদ কেঁপে ওঠে রোহতক-সহ হরিয়ানার বেশ কিছু এলাকা। স্কেলে এর কম্পনের মাত্রা ছিল ২.৮। এর দু’দিন আগেও কেঁপে উঠেছিল রোহতক। ঐ দিনই সন্ধ্যা নাগাদ মেঘালয় থেকে ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিল। তুরা থেকে ৭৯ কিলোমিটার পূর্বে এর কেন্দ্রবিন্দু, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৩ নথিভুক্ত হয়েছে ।
ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কার্গিল থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্টের ২৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে । এর দিন দশেক আগে সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৮ নথিভুক্ত হয়। সে বার কম্পনের কেন্দ্রবিন্দু ছিল তাজাকিস্তান। যার রেশ এসে পড়েছিল জম্মু-কাশ্মীরে।
লাগাতার ভূমিকম্পের ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন ভারতে ভূবিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, এইভাবে একাধিকবার কম্পন বড় বিপর্যয়ের ইঙ্গিত।
আরও পড়ুন – দেশজুড়ে সাইবার হানার আশঙ্কা, আগাম সতর্কবার্তা কেন্দ্রের
তথ্যসূত্রঃ এই সময়