চিন বয়কট-এর কারণে কোপ পড়েছে ভিভোর ওপরে। আইপিএল-এর টাইটেল স্পনসরশিপ থেকে সরে গেছে ভিভো। সূত্রের খবর এবার আইপিএল ২০২০-র টাইটেল স্পনসরশিপের জন্য রামদেবের পতঞ্জলিরও নাম উঠে আসছে ।
পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা জানিয়েছেন , ‘এই বছর আইপিএল টাইটেল স্পনসরশিপ পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। কারণ আমরা পতঞ্জলি ব্র্যান্ডকে গ্লোবাল মার্কেটিং প্ল্যাটফর্ম দিতে চাইছি।’ এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তাঁরা প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন তিনি।
বিশেষজ্ঞদের মতে পতঞ্জলি ব্র্যান্ডের মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে সেরকম কোনও স্টার পাওয়ার নেই। আইপিএল-এর টাইটেল স্পনসরশিপ পেলে আইপিএল-এর থেকে পতঞ্জলিই অনেক বেশি লাভবান হবে বলে জানিয়েছেন ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হরিশ বিজুর। তবে বর্তমানে দেশে চিন-বিরোধী যে হাওয়া উঠেছে তাকে কাজে লাগিয়ে জাতীয়তাবাদী তকমার জোরে আইপিএল-এর টাইটেল স্পনসরশিপ পতঞ্জলি পেয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।
ভিভো সরে যাওয়ার পর আইপিএল ২০২০-র টাইটেল স্পনশরশিপের দৌড়ে পতঞ্জলি ছাড়াও রয়েছেন জিও, অ্যামাজন, টাটা গ্রুপ, ড্রিম১১ এবং বাইজু-র মতো সংস্থাও।