পাকিস্তান থেকে সমর্থন ভারতের প্রাক্তন অধিনায়কের জন্য। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসির চেয়ারম্যান পদে দেখতে চান পাকিস্তানের দানিশ কানেরিয়া। শুধু তাই নয়, সৌরভ আইসিসির চেয়ারম্যান হলে তাঁর শাস্তি মুকুবের আবেদনও করবেন এই নির্বাসিত পাকিস্তানি লেগস্পিনার।
দানিশ বলেছেন ‘‘আমি আবেদন করব সৌরভের কাছে। আমি নিশ্চিত আইসিসি আমায় সব রকম সাহায্য করবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘সৌরভ দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। আইসিসির চেয়ারম্যান পদের জন্য ওনার চেয়ে আর কোনও ভাল প্রার্থী নেই।’’ রাজনৈতিক অস্থিরতা থাকলেও দু’দেশের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা অনেক ক্ষেত্রেই দেখা যায়। কানেরিয়া সেটাই বুঝিয়ে দিলেন।
আরও পড়ুন – ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে মনোনীত রোহিত শর্মা
দানিশ প্রাক্তন ভারতীয় অধিনায়কের প্রশংসা করে বলেছেন, ‘‘ভারতকে দারুণ ভাবে নেতৃত্ব দিয়েছে সৌরভ। এখন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট পদ সামলাচ্ছে। আমি বিশ্বাস করি, যদি আইসিসির প্রধান হতে পারে, তা হলে সৌরভ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে।’’ সৌরভের আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য পাকিস্তানের ক্রিকেট বোর্ডেরও সমর্থনের প্রয়োজন নেই। ‘‘সৌরভ এই পদের জন্য উপযুক্ত প্রার্থী। ২০১২ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসিত হন কানেরিয়া, যে শাস্তি এখনও চলছে।