মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ডোনাল্ড ট্রাম্প যোগ্য নয় বলে দাবি করলেন তাঁরই প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন ৷ তাঁর কথায়, রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোন নীতি ট্রাম্পের নেই।
বৃহস্পতিবার তাঁর লেখা একটি বইয়ের প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন বল্টন। সেখানেই এক সাক্ষাত্কারে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মন্তব্য করেন তিনি। নানা ক্ষেত্রে ট্রাম্পের অযোগ্যতা তুলে ধরে বল্টন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের দেশ পরিচালনা করার ক্ষমতা সম্পর্কে যথেষ্ট সংশয় রয়েছে। তাঁর অভিযোগ, এর আগে পুনর্নির্বাচিত হওয়ার জন্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চাইতেও কুণ্ঠিত হননি ট্রাম্প। গোটা বিশ্বকে অগ্রাহ্য করে বেজিংয়ের মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের গ্রেফতারের পক্ষে মত দেন তিনি।
জন বল্টনের এই বই নিয়ে ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁর টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ভাবে এই বই প্রকাশের আগেই তার কিছু নির্বাচিত অংশ প্রকাশ করে দিয়েছে মার্কিন মিডিয়া। ওই বইতে জন বল্টন লিখেছেন, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ সুগম করতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
‘দ্য রুম হয়ার ইট হ্যাপেন্ড’ শিরোনামে ৫৭৭ পৃষ্ঠার বইটি ২৩ জুন আনুষ্ঠানিক ভাবে প্রকাশের কথা রয়েছে। তবে, তার আগেই কী করে বইটির প্রকাশ আটকানো যায়, সে চেষ্টায় রয়েছে ট্রাম্প প্রশাসন। বইপ্রকাশ আটকাতে বুধবার রাতে এক বিচারকের কাছে জরুরি আদেশ চেয়েছে মার্কিন বিচার বিভাগ। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, বইটিতে অতি গোপনীয় বিষয় রয়েছে। সেগুলি বাদ দিতে হবে। কিন্তু বল্টন তা করতে রাজি হননি। এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, এই বই নিয়ে আইনি সমস্যায় পড়তে পারেন বল্টন।
ছবি – ইন্ডিয়ান এক্সপ্রেস
তথ্যসূত্রঃ এই সময়