আমদাবাদের বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেলেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। ঘটনার সময় ৩৫ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল।
বুধবার গভীর রাতে আমদাবাদের নবরংপুর এলাকার শ্রেয় হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, হাসপাতালের আইসিইউ বিভাগে প্রথমে আগুন লাগে। পরে তা অন্যত্র ছড়িয়ে পড়ে। নিহত রোগীরা সকলেই আইসিইউ বিভাগে ভর্তি ছিলেন বলে খবর।
করোনা রোগীদের চিকিৎসার জন্য আমদাবাদের শ্রেয় হাসপাতালটি নির্দিষ্ট করা হয়েছে।
আগুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও স্থানীয়দের ধারণা, শর্ট সার্কিটেই তার সূত্রপাত ঘটে।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইটে লিখেছেন, ‘অহমদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখিত। মৃতের পরিবারদের সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে উঠুন। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রুপাণি ও মেয়রের সঙ্গে কথা বলেছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের ব্যবস্থা করছে।’
প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। PMO ট্যুইটে জানিয়েছে, ‘অহমদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার পিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে PMNRF থেকে। আগুনে জখমদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে।’