আজ শুক্রবার ২৪ জুলাই সন্ধে সাড়ে সাতটায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি দিল বেচারা। এই ছবিতেই বলিউডে নায়িকা হিসেবে পা রেখেছেন নবাগতা সঞ্জনা সাংঘি এবং এই ছবিতেই পরিচালক হিসেবে হাতেখড়ি হচ্ছে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার । নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন সুশান্ত তাঁর অন্যান্য ছবির মতো এখানেও। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কবে মুক্তি পাবে দিল বেচারা। কিন্তু সুশান্ত শেষ পর্যন্ত আর নিজের চোখে দেখে যেতে পারলেন না ছবির মুক্তি, জানতে পারলেন না দর্শকের মনে কতটা দাগ ফেলল তাঁর এই ছবি। এমন একটি দিনে তাঁর অভাববোধ করছেন বলিউডের অনেক সেলেবই। তারই মধ্যে রয়েছেন প্রবীণ অভিনেতা অনুপম খের।
ব্লকবাস্টার ছবি ‘MS Dhoni: The Untold Story-তে ধোনির (সুশান্তের) বাবার চরিত্রে দেখা গিয়েছি অনুপম খেরকে। শুক্রবার সকালে সুশান্তের উদ্দেশে তিনি একটি ট্যুইট করেন। লেখেন, ‘ প্রিয় সুশান্ত সিং রাজপুত! আজ তোমার ছবি দিল বেচারা মুক্তি পাবে। তুমি আমাদের সঙ্গে এই দুনিয়ায় আর নেই। এর দুঃখ সারা জীবন থাকবে আমাদের। কিন্তু তোমার এই ছবি আমরা সবাই মনের চোখ দিয়ে দেখব। আর সব চোখ দিয়ে ঝরে পড়বে জল। আমরা তোমাকে খুব মিস করি। ভালোবাসা নিও…’
ছবির পোস্টার অভিনেত্রী শিল্পা শেট্টিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন । সেই সঙ্গে লিখেছেন মন ছুঁয়ে যাওয়া একটি পোস্ট। ‘এটা দেখতে দেখতে আমার শরীরে কাঁটা দিচ্ছে। সুশান্তকে শেষবারের মতো স্ক্রিনে দেখার এই অনুভূতি বর্ণনা করতে পারব না। ওর সেই অননুকরণীয় স্টাইল আরও একবার… একসঙ্গে অনেক অনুভূতি ভিড় করছে, আনন্দ-কষ্ট সব… এটা শুধুই তোমার জন্যে সুশান্ত।’
লেখক জন গ্রিন-এর ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত সুশান্তের শেষ সিনেমা। ২০১৮ সালেই শ্যুটিং শেষ হয়েছিল মুকেশ ছাবরা পরিচালিত ‘দিল বেচারা’। তবে নানাবিধ জটিলতায় ছবির মুক্তি আটকে যায়। সুশান্তের মৃত্যুর পর তাই তড়িঘড়ি ‘দিল বেচারা’র অনলাইন রিলিজের ব্যবস্থা করা হয়।
তথ্যসূত্রঃ এই সময়