সংবিধানে দেশের ইংরেজী নাম পরিবর্তন করে ভারত করতে হবে। একটি আবেদনে, এই দাবি করা হয়েছে।
সুপ্রিম কোর্ট ২০১৬ সালের মার্চ মাসে, ভারত নামকরণের এই আবেদন খারিজ করে দিয়েছিল। এই আবেদনের অযৌক্তিকতার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিচারপতি টিএস ঠাকুর ও ইউইউ ললিতের বেঞ্চ জিজ্ঞাসা করেছিল, “আপনার কি মনে হয় সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করা ছাড়া আমাদের আর কোনও কাজ নেই?”।
জানা যাচ্ছে যে মঙ্গলবার আদালতে এই বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল যা প্রধান বিচারপতি এস এ ববদে-র অনুপস্থিতির কারণে মুলতুবি হয়ে যায়। পরবর্তী শুনানির দিন এখনো ধার্য করা হয়নি।