সৌমিত্র চট্টোপাধ্যায় – এতো বছর পরেও তার খ্যাতি দর্শকের মনে সমান ভাবে উজ্জল এতোটুকু ম্লান হননি। বয়স তার কাছে সংখ্যা মাত্র, আজও একের পর এক সফল ছবিতে অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন । ৮৩ বছর বয়সেও মঞ্চ আর ছায়াছবি দুই ক্ষেত্রেই তাঁর উজ্জল উপস্থিতি আজও সমান ভাবে সক্রিয় । এই বয়সেও সিনেমা এবং মঞ্চে রীতিমতো দাপিয়ে অভিনয় করছেন বাংলা ইন্ডাস্ট্রির এই কিংবদন্তি অভিনেতার।
১৯৫৯ সালে নির্মিত সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় আজও উজ্জল অমলিন । সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি দশকের পর দশক বিভিন্ন স্তরের দর্শকের মন মাতিয়ে রেখেছে । তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘ফেলুদা’। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করে বাঙালি চলচ্চিত্র প্রেমীদের হৃদয় জয় করেছেন। দিন কয়েক আগেই ‘সাঁঝবাতি’র শুটিং সেরেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেকে এখনও বলেন থিয়েটারের মানুষ। তাঁর দরাজ কণ্ঠের আবৃত্তি শ্রোতাকে মুগ্ধ করে।
পদ্মভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার থেকে শুরু করে ভিনদেশী অসংখ্য সম্মানজনক পদক ঝুলিতে ভরেছেন তিনি। চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্যে ফ্রান্স সরকার তাঁকে দিয়েছে‘নাইট অফ দ্য লেজিওন অফ অনার’ সে দেশের সর্বোচ্চ অসামরিক পুরষ্কার।
এই গুনী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন এবার সেলুলয়েডের পর্দায়। তাকে নিয়ে বায়োপিক নির্মাণের উদ্যোগ নিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৫ বছরের জন্মদিনেই বিষয়টি প্রকাশ্যে আনা হয়। জানানো হয় ছবির নাম রাখা হয়েছে ‘অভিযান’। সম্ভবত ছবির পরিচালনা করবেন পরমব্রত নিজেই।
আরও পড়ুন – গুলাবো সিতাবো – ট্রেলার মুক্তির সাথে সাথেই ভাইরাল
এই ছবিতে অল্পবয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্তকে। ছবিতে উত্তম-সুচিত্রার ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পাওলি দামকে অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও রবি ঘোষ ও মাধবী মুখোপাধ্যায়ের ভূমিকায় যথাক্রমে রুদ্রনীল ঘোষ এবং সোহিনী সরকারকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। সত্যজিৎ রায়ের ভূমিকায় খুব সম্ভবত দেখা যেতে পারে পরিচালক কিউকে।
সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় নিজেই টুইট করে জানান ‘অভিযান’ এর শুটিং শুরুর কথা । সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাক্তিগত ও অভিনয় জীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে এই ছবিতে ।