মহামারির শুরু থেকে একবারও মাস্ক পরতে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টকে। কানে তোলেননি বিশেষজ্ঞদের পরামর্শ । করোনা সংক্রমণে গোটা আমেরিকা বিধ্বস্ত হয়ে পড়লেও ট্রাম্প অনড় থেকেছেন নিজের অবস্থানে ৷ অবশেষে শনিবার মাস্ক পরা অবস্থায় তাঁকে দেখা গেল । অবশেষে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছেন তিনি। আর মাস্ক পড়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রশংসাও করেছেন নেটিজেনরা।
ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে সেখানে তিনি আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, আমি বরাবরই মাস্কের বিরুদ্ধে। কিন্তু আমার মতে, সেটার জন্য একটা নির্দিষ্ট সময় এবং স্থান রয়েছে। যখন আপনি হাসপাতালে যাচ্ছেন, যেখানে অনেক সেনা আধিকারিকের সঙ্গে আপনি কথা বলবেন, অনেকে তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ, সেখানে মাস্ক পরাই ভাল।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬,৫২৮ জন। এর ফলে সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩২ লক্ষ ৪৫ হাজার ৯২৫, মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭৭৭ জনের। গত ৪-৫ দিন ধরে প্রতিদিন ৬০ হাজারের উপরে বেশি মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন সেখানে।