করোনা ভাইরাস মহামারীজনিত কারণে তিন মাস বিরতির পরে লা লিগা-এর সুচনা সেভিলা এবং রিয়েল বিটিসের মধ্য দিয়ে শুরু হয়েছে। বার্সা ১৬ ই জুন লেগানেসকে হোস্ট করবে এবং রিয়াল ১৮ ই জুন ভ্যালেন্সিয়ায় ঘরের মাঠে খেলবে।
সানচেজ পিজজুয়ান স্টেডিয়ামটি অবশ্য দর্শকশূন্যই থাকবে বলে জানা যাচ্ছে, তবে এর টেলিভিশন সম্প্রচারটি আরও প্রাণবন্ত অভিজ্ঞতা দিতে পারে।
বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুটি পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, মার্চ মাসে করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ হয়ে যাবার পর।চ্যাম্পিয়ন্স লীগের ফুটবলের লড়াইয়ে কমপক্ষে পাঁচটি দল তৃতীয় এবং চতুর্থ স্থান অর্জনের খুব কাছেই রয়েছে।
লা লিগা সূচী – ভারতীয় সময় অনুযায়ী
১২ ই জুন
সেভিলা বনাম রিয়েল বেতিস, ১:৩০ এএম
গ্রানাডা বনাম গেটেফা – ১১ পিএম
১৩ ই জুন
ভ্যালেন্সিয়া বনাম লেভান্তে – ১:৩০ এএম
এস্পানিয়ল বনাম ডিপোর্তিভো আলাভস – ৫:৩০ পিএম
সেল্টা ভিগো বনাম ভিলারিল – ৮:৩০ পিএম
লেগানেস বনাম রিয়েল ভালাদোলিড – ১১ পিএম
১৪ ই জুন
মলোরকা বনাম বার্সেলোনা – ১.৩০ এএম
অ্যাথলেটিক ক্লাব বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ – ৫:৩০0 পিএম
রিয়াল মাদ্রিদ বনাম ইবার – ১১ পিএম
১৫ ই জুন
রিয়েল সোসিয়েদাদ বনাম ওসাসুনা – ১:৩০ এএম
লেভান্তে বনাম সেভিলা – ১১ পিএম
ভারতে লা লিগা-র কোনও সরকারী সম্প্রচার হবে না। ফেসবুক হল ভারতীয় উপ-মহাদেশে লা লিগার মিডিয়া রাইটস হোল্ডার এবং তাই সমস্ত ম্যাচগুলি লা লিগার অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখা যাবে।
ছবি এবং তথ্যসূত্রঃ ইন্ডিয়াটুডে