লকডাউন চলছে তবুও উপার্জন কমেনি ক্রীড়া জগতের তারকাদের
লকডাউনে খেলাধুলা বন্ধ থাকলেও উপার্জন বন্ধ নেই বিরাট কোহলির। এই দু’মাসে ক্রিকেট থেকে নয়, ইনস্টাগ্রামে কয়েকটা পোস্ট করার জন্যই এই বিপুল টাকা আয় করেছেন কোহলি । খেলোয়াড়দের মধ্যে হোম কোয়ারান্টাইনের ২ মাসে ইনস্টাগ্রাম থেকে উপার্জনের নিরিখে কোহলি রয়েছেন ৬ নম্বরে।
এই দু’মাসে হোম কোয়ারান্টাইনে থাকাকালীন কোহলি ইনস্টাগ্রাম থেকে উপার্জন করেছেন ৩৭৯,২৯৪ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লক্ষ টাকা। লকডাউনে ইনস্টাগ্রাম থেকে আয় করা ক্রীড়াবিদদের তালিকায় ছ’নম্বরে রয়েছেন কোহলি।
এই তালিকার শীর্ষে রয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দু’মাসে ইনস্টাগ্রাম থেকে তাঁর আয় ১,৮৮২,৩৩৬ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ১৮ কোটি ৬ লক্ষ টাকা।
প্রকাশিত এই তালিকার প্রথম দশে একমাত্র ভারতীয় হিসাবে রয়েছেন কোহলি। এই সকল পোস্ট পিছু ১ কোটি ২১ লক্ষ টাকারও বেশি আয় করেছেন বিরাট। একটি পোস্টের জন্য রোনাল্ডো উপার্জন করেছেন ৪ কোটি ৫১ লক্ষ টাকা ।
তালিকার দ্বিতীয় স্থানে বার্সেলোনা তারকা লিওনেল মেসি, ইনস্টাগ্রাম থেকে তিনি আয় করেছেন ১.২ মিলিয়ন পাউন্ড। তৃতীয় স্থানে রয়েছেন ফুটবল তারকা নেইমার, তাঁর আয় ১.১ মিলিয়ন পাউন্ড।
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন এনবিএ তারকা শাকিল ও’নিল এবং পাঁচ নম্বরে রয়েছেন প্রাক্তন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম।