এ বছর ইদের ছবিটা অনেকটাই অচেনা। করোনাভাইরাসের জেরে দু’মাসের বেশি সময় ধরে দেশে চলছে লকডাউন। যার কারণে সেলেব্রিটিদের এ বার ইদ ঘরবন্দি হয়েই কাটাতে হবে । গত কয়েক বছর ধরে ঈদের দিন যে ছবি দেখা যেত তা এবার অনুপস্থিত। নেই সলমন খানের কোনও ছবি রিলিজ় বা বাড়ির ব্যালকনিতে আব্রামের সঙ্গে পোজ় শাহরুখ খানের।
উৎসবের আনন্দ বলতে ঘরে বানানো ভাল-মন্দ রান্না। সেফ আলির রান্না করা মাটন বিরিয়ানি দিয়ে আগাম ইদ পালন করেছেন করিনা কপূর। ইদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সারা আলি খান।
সলমন খানের ছবি না এলেও, ইদের প্রাক্কালে তিনি লঞ্চ করলেন প্রসাধনী সামগ্রীর নতুন একটি ব্র্যান্ড। এছাড়াও সোমবার, ইদের দিন মুক্তি পেয়েছে সলমন খানের নতুন মিউজিক ভিডিয়ো।
আগামী মাসেই মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের নতুন ছবি ‘গুলাবো সিতাবো’। সেই ছবির প্রচারকে সামনে রেখেই অভিনব কায়দায় ইদের শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র বচ্চন। ‘কুলি’ ও ‘গুলাবো সিতাবো’ ছবির চরিত্র দু’টিকে একসঙ্গে জুড়ে পোস্ট করেছেন অমিতাভ। একটিতে লেখা, ‘ইদ মুবারক’, অন্যটিতে ‘ইদ-উল-ফিতর-মুবারক’। দু’টি ছবির চরিত্রই মুসলিম বলে এই কায়দায় শুভেচ্ছা।
বলিউডের বাকি সেলেবরাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় ইদের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন – এ বছর ইদেও ভক্তদের জন্য ভাইজানের সারপ্রাইজ