সূজিত সিরকারের গুলাবো সিতাবো-র ট্রেলার অবশেষে মুক্তি পেল । এই গল্পে পরিচালক দুই অভিনেতা অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা মধ্যে প্রহসন এবং বিশৃঙ্খলার মাঝে এক ভালবাসার অনন্য বন্ধন গড়ে ঊঠেছিল তা দেখিয়েছেন।
অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান এর মধ্যে একটি পুরানো বাড়ী ভাড়া নিয়ে লড়াই করে শুরু হওয়া ট্রেলারটি প্রতিশ্রুতি দিয়েছে যে ছবিটি খুবই মজাদার । মুভিটিতে অভিনয় করেছেন বিজয় রাজ, ব্রিজেন্দ্র কালা, জুহি চতুর্বেদী, রনি লাহিড়ী। এই হাস্যকর এবং মজাদার ছবিটি লখনউ শহর কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
গুলাবো সীতাবো রচনা করেছেন জুহি চতুর্বেদী এবং প্রযোজনা করেছেন রনি লাহিড়ী ও শীল কুমার। সূজিত সিরকারের পরিচালিত ছবিটি 12 জুন বিশ্বব্যাপী বিশ্বব্যাপী প্রিমিয়ার হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
আরও পড়ুন – আসছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক
আরও পড়ুন – ‘পাতাল লোক’ বিতর্ক: অনুষ্কা শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের