মুখের যত্ন নেওয়ার জন্যে ঘরোয়া ফেস প্যাক (Face Pack)এর কোনো তুলনা হয়না। মুখের ত্বক সুস্থ রাখতে সবজি আর ফল বেশী করে খাওয়া, আর বার বার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলা উচিত। মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন অনেকেই। আসুন দেখে নি ত্বক ভালো রাখতে গ্রীন টি (Green Tea)-র ব্যবহার ।
গ্রীন টি প্যাক
নিয়মিত ফল ও সবজি শরীরের সাথে ত্বকের ও উপকার করে। তাই ফল আর সবজি নিয়মিত খেলে তবেই ত্বক ভালো থাকবে, আর সাথে পযাপ্ত ঘুমেরও প্রয়োজন।
গরমে ত্বকের সমস্যা লেগেই থাকে। আর গরমে বেশিরভাগ ত্বকের সমস্যা হয়ে যেমন ফুসকুড়ি, জ্বালা ভাব, লাল হয়ে যাওয়া। ত্বক ভালো রাখতে মুখে মাখা যেতে পারে গ্রীন টি। গ্রীন টির (Green Tea) সাথে, লেবু, এবং মধু মিশিয়ে তৈরী করুন এই বিশেষ প্যাক। এরপর রোজ সকালে ঘুম থেকে উঠে জল দিয়ে মুখ ধুয়ে এই প্যাক মাখতে হবে। তারপর ভালো করে মুখে মেখে আধ ঘন্টার মতন রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।