এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।
গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এবং করোনার পরীক্ষাও করিয়ে নিতে অনুরোধ করেছেন।
সোমবার ট্যুইট করে প্রণব বাবু জানান, ‘অন্য একটি চিকিত্সার জন্য হাসপাতালে গিয়ে আজ আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে অনুরোধ করছি যেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখেন এবং কোভিড ১৯ পরীক্ষা করিয়ে নেন।’ প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন নানা রাজনৈতিক ব্যক্তিত্ব।