২০২০ সালের প্রথম থেকেই একাধিক খারাপ সংবাদ শোনা যাচ্ছে। বলিউড থেকে টিভি এমন সব সংবাদ, যা আপনার মন খারাপ করবেই। ক্রাইম পেট্রল খ্যাত টিভি অভিনেত্রী প্রেক্ষা মেহতার আত্মহত্যা করেছেন। লকডাউন, তাই কাজও সম্পূর্ণ বন্ধ। অর্থের অভাবের পাশাপাশি আরো নানান ব্যক্তিগত সমস্যায় মানসিক ভাবে থেকে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী ।
স্পটবয় ওয়েবসাইটের খবর অনুযায়ী, সোমবার রাতে ইন্দোরের বাড়ীতে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। গভীর রাতে প্রেক্ষা আত্মহত্যা করে বলে জানা যায়। আত্মীয়রা বিষয়টি জানতে পারার সাথে সাথে তাকে নিয়ে তত্ক্ষণাত্ হাসপাতালে পৌঁছেছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জানা যায় যে লকডাউনের আগে প্রেক্ষা নিজের শহরে এসেছিল এবং কাজ না পাওয়ায় জন্য হতাশায় ভুগছিলেন।
হীরা নগর থানার ইনচার্জ রাজীব ভাদোরিয়া জানিয়েছেন একটি সুইসাইড নোট পাওয়া গেছে প্রেক্ষা মেহতার ঘর ঠেকে। সেই নোটে আত্মহত্যার স্পষ্ট কোন কারণ পাওয়া যায় নি। আত্মহত্যার কারণ অনুসন্ধান চলছে।
অভিনেত্রী রিচা তিওয়ারি প্রেক্ষা মেহতার গভীর শোক প্রকাশ করেছেন। রিচা এও লিখেছেন – হাসির আড়ালে এত কিছু লুকানো থাকে, যা সবাই বুঝতে পারে না।
ক্রাইম পেট্রল ছাড়াও, মেরি দুর্গা এবং লাল ইশক ছবিতেও তিনি কাজ করেছিলেন। অক্ষয় কুমারের সাথে প্যাডম্যান ছবিতে তাকে দেখা গিয়েছিল। এর আগে টিভি অভিনেতা মনমিত গ্রেওয়াল হতাশার কারণে আত্মহত্যা করেছিলেন। লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় মনমীতও হতাশায় ভুগছিলেন। এবং তিনিও আর্থিক অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলেন।