ভারতে, করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ৬৩৮৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন । ২৭ মে, বুধবার, সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১,৫১,৮৭৬।
গত রবিবার দেশে এই সংক্রমণের সংখ্যা ছিল ৯০,৯২৭। তার মধ্যে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চারদিন এই সংখ্যা ক্রমাগত ঊর্ধ্বমুখী ছিল। শুক্রবার আক্রান্ত হয়েছিল ৬০৮৮। শনিবার তা হয় ৬৬৫৪। রবিবার করোনা আক্রান্ত বাড়ে ৬৭৬৭। সোমবার এই আক্রান্তের সংখ্যা বেড়েছিল ৬৯৭৭। মঙ্গলবার আক্রান্ত বেড়েছে ৬৫৩৫। আজ বাড়ল ৬৩৮৭।
আরও পড়ুন – লাদাখে চীনের সন্দেহজনক গতিবিধি, আশঙ্কা কূটনৈতিক মহলে
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১৭০ জনের । বর্তমানে কোভিড-এ আক্রান্ত হয়ে দেশে মোট ৪৩৪৬ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯৩৬ জন। এই নিয়ে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৬৪,৪২৬। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ৪২.৪৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৪১.২৮ শতাংশ। অর্থাৎ ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা লোকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮৩,৩২২।
সব থেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। এই রাজ্য আক্রান্তের সংখ্যা ৫৪,৭৫৮। মৃত্যু হয়েছে ১৭৯২ জনের। মোট মৃত্যুর প্রায় ৪২ শতাংশ ভারতের এই রাজ্যেই হয়েছে। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭৭২৮। মৃত্যু হয়েছে ১২৭ জনের। গুজরাতে আক্রান্ত হয়েছেন ১৪,৮২৯ জন। মৃত্যু হয়েছে ৯১৫ জনের। রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৪৬৫ জন। মারা গিয়েছেন ২৮৮ জন।
আরও পড়ুন – উপগ্রহ চিত্র অনুযায়ী, লাদাখের কাছেই এয়ারবেস বানাচ্ছে চিন