বর্ষায় এবং শীতকালে তাপমাত্রা কমলে বাড়তে পারে করোনাভাইরাসের সংক্রমণ । নয়া গবেষণায় এমনটাই দাবি করল আইআইটি-ভুবনেশ্বর এবং এইমসের গবেষক দল।
গবেষণায় সামিল হয়েছিলেন আইআইটি ভুবনেশ্বরের স্কুল অফ আর্থ, ওশান অ্যান্ড ক্লাইম্যাটিক সায়েন্স বিভাগের বিনোজ ভি, গোপিনাথ এন এবং লান্ডু কে-র সঙ্গে AIIMS ভুবনেশ্বরের মাইক্রোবায়োলজি বিভাগের বিজয়িনী বি এবং বৈজয়ন্তীমালা এম। তাঁদের যৌথ গবেষণায় দাবি করা হয়েছে ভারী বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গেলে এবং শীত পড়তে শুরু করলে ভারতে করোনা সংক্রমণ ছড়াবে দ্রুত গতিতে।
গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ২৮ টি রাজ্যে করোনাভাইরাস মহামারীর ধরণ এবং সংক্রমণের সংখ্যা বিবেচনা করে গবেষণা করা হয়েছে। তাপমাত্রা ও আর্দ্রতার করোনা সংক্রমণ ছড়ানোর সঙ্গে সরাসরি যোগাযোগ আছে বলেই দাবি করা হয়েছে এই গবেষণায়। গবেষক বিনোজ ভি-র মতে তাপমাত্রা বাড়লে কমেছে সংক্রমণের হার।
একই সঙ্গে গবেষকরা এও জানিয়েছেন, এই সমীক্ষা যেহেতু বর্ষার শুরু থেকে শীত পড়ার মধ্যে করা হয়নি, তাই আরও কিছু তথ্যপ্রমাণ এখনও লাগবে এই দাবিকে প্রতিষ্ঠিত করতে। তাঁদের এই গবেষণায় সূর্যের রশ্মি এবং তাপের প্রভাবকেও খতিয়ে দেখা হয়েছে । বিনোজ ভি-র দাবি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর বুকে যত বেশি সূর্যের রশ্মি এসে পড়েছে তত কমেছে সংক্রমণের সংখ্যা এবং বেড়েছে সংক্রমণ ছড়ানোর সময়।