করোনাভাইরাসের সঙ্কটের মধ্যেই বাড়ছে সীমান্তে বড় রকমের সংঘাতের সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে, লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে এত দিন ধরে চিনা সেনার সংখ্যা বাড়ছিল এবার তারা দুটি জায়গায় বাঙ্কার তৈরি করে বিতর্কিত এলাকায় ভারতীয় সেনা প্রবেশের পথ বন্ধ করছে। এই দুটি জায়গা হল, গালওয়ান অঞ্চল এবং প্যাংগং। চিন সেনা গালওয়ান উপত্যকায় গত দু’সপ্তাহে একশোটি তাঁবু খাটিয়েছে। ভারী যন্ত্র এনে পাকা বাঙ্কারও তৈরি করেছে। এই খবরের পর ওই অঞ্চলে ভারতীয় সেনার সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।
চিন ও ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। এই গালওয়ান নদীর তীরই ছিল ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের উৎপত্তিস্থল । গালওয়ান উপত্যকায় ভারতের রাস্তা ও সেতু নির্মাণ নিয়ে আপত্তি তুলে আসছে চিন। সেই পরিস্থিতিতেই কিছুদিন আগেই উত্তর সিকিমের নাথুলা সেক্টরে ভারতীয় সেনার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চিনা বাহিনী। তাতে দু’পক্ষেরই কয়েক জন আহত হন। অভিযোগ ওঠে, নাথুলা সেক্টরে সীমান্ত সমঝোতা লঙ্ঘন করেছে চিন।
আরও পড়ুন – উপগ্রহ চিত্র অনুযায়ী, লাদাখের কাছেই এয়ারবেস বানাচ্ছে চিন
আরও পড়ুন – করোনার থেকেও ভয়ঙ্কর, পঙ্গপালের হানা ভারতে
আরও পড়ুন – শুরু হয়ে গেল রিলায়েন্স জিওমার্ট পরিষেবা, বিস্তারিত জানুন