হাসপাতাল থেকে অবশেষে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন। তাঁর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। রবিবার টুইটারে একথা জানিয়েছেন তাঁর ছেলে অভিষেক ।
গত ১১ জুলাই অমিতাভ ও তাঁর ছেলে অভিষেকের শরীরে পাওয়া গিয়েছিল করোনার অস্তিত্ব। দু’জনকেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয়েছিল। একই সঙ্গে জয়া বচ্চন, ঐশ্বর্য এবং আরাধ্যারও লালারসের নমুনা সংগ্রহ করেছিলেন স্বাস্থ্যকর্মীরা। জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এলেও ঐশ্বর্য এবং আরাধ্যার শরীরে মিলেছিল করোনার হদিশ । প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা চললেও শ্বাসকষ্ট হওয়ায় তাঁদের গত ১৭ জুলাই তাঁদের নানাবতী হাসপাতালে ভরতি করা হয়েছিল। ১১ দিন পর করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান ঐশ্বর্য এবং আরাধ্যা। তবে চিকিৎসা চলছিল অমিতাভ এবং অভিষেক বচ্চনের।
এর মাঝেই গুজব ছড়িয়েছিল, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে অমিতাভ বচ্চনের। যদিও পরে একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘এই খবর অসত্য, দায়িত্বজ্ঞানহীন, ভুয়ো এবং অমার্জনীয় মিথ্যা…!!’ অবশেষে রবিবার সত্যি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বলিউডের বিগ বি।