খুশির ইদ, এবছর করোনা সংকটের মাঝেই ইদ উদযাপন চলছে গোটা বিশ্বে। রবিবারও ইদ পালিত হয়েছে বিশ্বের নানান প্রান্তে। এই কঠিন সময়ে সম্প্রীতির এই উতসবে শুভেচ্ছা বিনিময়ের পালা সারলেন তারকারা। অমিতাভ বচ্চন থেকে অনুুপম খের-ইদের আনন্দ ভাগ করে নিয়েছেন সেলেবরা।
ইনস্টাগ্রাম পোস্টে ইদ মোবারক জানান বিগ বি। লেখেন, সকলকে জানাই ইদ মুবারক।এই পবিত্র দিনে প্রার্থনা করছি শান্তি, সম্প্রীতি এবং সকলের সুস্বাস্থ্য। ভালোবাসা এবং বন্ধুত্বের বাঁধনে যেন আজীবন আমরা যেন বাঁধা থাকি। আমাদের পরিবারে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য যেন অটুট থাকে, এটাই কামনা। আমরা এক, এক হয়েই যেন মিশে থাকি।
আরও পড়ুন – মিঠুনের ছেলে নমশির প্রথম ছবি ‘ব্যাড বয়’-এর পোস্টারের প্রশংসা করলেন সলমন খান
টুইটারে ইদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অনুপম খের ও পরিচালক শেখর কাপুর।
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রবিবার পালিত হয়েছে ইদ।ধর্মীয় আদবকায়দা মেনে নামাজ পাঠের পর চলছে শুভেচ্ছা বিনিময় পর্ব। সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কোলাকুলি পর্ব বন্ধ রয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় চলছে শুভেচ্ছা বিনিময় পর্ব।
আরও পড়ুন – এ বছর ইদেও ভক্তদের জন্য ভাইজানের সারপ্রাইজ