শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি হয়েছেন অমিতাভ বচ্চন। করোনা আক্রান্ত জানার পরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। অমিতাভের বাড়ি থেকে সবচেয়ে কাছেই এই নানাবতী হাসপাতাল। সেখানেই ভরতি করা হয়েছে ৭৭ বছরের অভিনেতাকে। ট্যুইট করে বিগ বি নিজেই জানান, ‘আমার করোনা পজিটিভ ধরা পড়েছে। হাসপাতালে ভরতি হয়েছি। হাসপাতাল থেকে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।পরিবারের সদস্য ও কর্মীদের টেস্ট হয়েছে। তবে এখনও রিপোর্ট জানা যায়নি। অন্তত গত ১০ দিনের মধ্যে যাঁরা আমার সংস্পর্শে বা নৈকট্যে এসেছেন তাঁদের টেস্ট করার আবেদন করছি।’
এর কিছুক্ষণ বাদেই আরেকটি ট্যুইটে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান অভিষেক। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘আজ সকালেই বাবা ও আমি করোনা আক্রান্ত হয়েছি। আমাদের দুজনেরই করোনার হালকা উপসর্গ রয়েছে। আমাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। পরিবার ও বাড়ির কর্মীদের করোনা টেস্ট করা হয়েছে। সবাইকে অনুরোধ করব শান্ত থাকবেন। ভয় পাবেন না। ধন্যবাদ।’
অমিতাভের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে হইচই পড়ে যায়। অমিতাভ এবং অভিষেক দু’জনেই পৃথক ভাবে ট্যুইট করে নিজেদের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। ফলে পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ বাড়তে থাকে। তবে ঐশ্বর্য, আরাধ্যা এবং জয়া বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে সকলেই।