ফের জোরালো কম্পন দিল্লীতে, এই নিয়ে পাঁচবার তাও এই মাসেই। শুক্রবার রাত ৯টা নাগাদ রাজধানী দিল্লী সহ পার্শ্ববর্তী এমসিআর এলাকাতে ভূমিকম্প অনুভূত হয়।
রিখটর স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। এই ভূমিকম্পের উৎসস্থল হরিয়ানার রোহতকের খুব কাছেই বলে জানিয়েছে ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি। ভূকম্পনের কেন্দ্র মাটি থেকে ১৬ ফুট গভীরে।
কোনও ক্ষয়ক্ষতি না হলেও এ দিনের কম্পনের সময় রাজধানীর বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন।
আরও পড়ুন – করোনার থেকেও ভয়ঙ্কর, পঙ্গপালের হানা ভারতে