ভারতের কারগিল জয়ের ২১ বছর। ১৯৯৯ সালের এই দিনেই পাক সেনাদের হঠিয়ে কারগিল-এ তেরঙ্গা উড়িয়েছিলেন ভারতের বীর জওয়ানরা। এই দিনটিকে স্মরণ করে শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পালন করা হচ্ছে কারগিল বিজয় দিবস।
অপারেশন বিজয়, ১৯৯৯ সালের এই দিনেই ভারতীয় সেনাবাহিনী সফলভাবে সম্পন্ন করে। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। ১৯৯৯ সালের ৩ মে যুদ্ধ শুরু হয় এবং শেষ হয় ২৬ জুলাই ।
১৯৯৯ সালের ‘কারগিল যুদ্ধ’ হল প্রতিবেশী পাকিস্তানের বিশ্বাসঘাতকতার চরম নিদর্শন। কারণ, এই সংঘর্ষের মাত্র দু’মাস আগেই তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী লাহোর সফরে গিয়েছিলেন। ১৯৭১-এর ‘মুক্তিযুদ্ধ’-র পর থেকে দীর্ঘকালীন শান্তি বজায় থাকলেও ১৯৯৮-এর মে মাসে ভারত-পাকিস্তান উভয় দেশেরই পারমাণবিক বোমা পরীক্ষার মধ্য দিয়ে যুদ্ধের পটভূমিকা রচিত হতে থাকে। যদিও, ১৯৭৪ সালে ভারত প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে।