সোমবার, ব্লাড ক্লটের জন্য মস্তিষ্কে অস্ত্রোপচার করা হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে তাঁর ব্রেন সার্জারি হয়। সেটি সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর । প্রাক্তন রাষ্ট্রপতিকে এখন ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সারা দেশ মানুষ তাঁর দ্রুত আরোগ্যকামনা করেছে।
এদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে টেস্টের জন্য যান প্রণব মুখোপাধ্যায়। নিয়ম মাফিক পরীক্ষায় প্রাক্তন রাষ্ট্রপতির করোনা ধরা পড়ে। প্রণববাবু নিজেই ট্যুইট করে জানান সে কথা। প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় সমস্ত সতর্কতা নিয়ে এদিনই সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
করোনা সংক্রমণের পর থেকে নিজেকে কার্যত গৃহবন্দি করে রেখেছেন প্রণব মুখোপাধ্যায়। দিল্লিতে তাঁর বাসভবনে সমস্ত জমায়েত বন্ধ করে দিয়েছেন। মাত্র হাতে গোনা কিছু ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করছেন। এরপরেও করোনা আক্রান্ত হওয়ায় গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকার এবং করোনার পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেছেন তিনি।
প্রাক্তন রাষ্ট্রপতির ট্যুইট, ‘অন্য একটি চিকিত্সার জন্য হাসপাতালে গিয়ে আজ আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে অনুরোধ করছি যেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখেন এবং কোভিড ১৯ পরীক্ষা করিয়ে নেন।’
প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খবর নেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং হাসপাতালে গিয়েছে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। সমাজের নানা স্তরের ব্যক্তিত্ব প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রমুখ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।