লকডাউনে ঘরবন্দি আম জনতা থেকে সেলিব্রিটি সবাই। তারকারা এই সময় ঘরে বসে কী ভাবে সময় কাটাচ্ছেন, তা মাঝেমধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ব্যতিক্রম মহেন্দ্র সিং ধোনি। খুব কমই তাঁর দর্শন মেলে। কিন্তু এবার মেয়ে জিভার সঙ্গে দেখা গেল ধোনিকে। আর ধোনির চেহারা দেখে অবাক হয়ে গিয়েছেন সবাই।
সম্প্রতি জিভার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাড়িতেই মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন মাহি। দু’জনকে দেখা যাচ্ছে একসঙ্গে দৌড়তে। মাঝে মাঝে আবার পোষ্য কুকুরদের সঙ্গেও খেলতে দেখা যাচ্ছে তাদের। আর এখানেই ধোনির এই চেহারা দেখা গিয়েছে। এক গাল সাদা দাড়ি, চোখে মুখেও বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু তারমধ্যেই ফিটনেস ধরে রেখেছেন তিনি। শারীরিক গঠনে বিশেষ কোনও পরিবর্তন হয়নি। কারও বক্তব্য, এই মানুষটা ১০ বছরের ধরে ভারতীয় ক্রিকেটকে বয়ে নিয়ে গিয়েছেন। এখন সেই ছাপ চেহারায় দেখা যাচ্ছে। অনেকে বলছেন, ধোনির এই নতুন লুক অন্যদের থেকে আলাদা। মেয়েদের তরফেও এসেছে অনেক কমেন্ট। তাঁদের বেশিরভাগেরই বক্তব্য, দাড়ি সাদা হলে কী হবে, মেয়েরা এখনও ধোনির জন্য তেমনই পাগল।